মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১

হাসপাতালে ভর্তি প্রবীণ সাংবাদিক শফিক রেহমান

প্রকাশনার সময়: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১৯

শারীরিক বিভিন্ন রকম অসুস্থতার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। তিনি ডায়াবেটিকস, পারকিনসনিজম, আর্থ্রাইটিস, স্পনডিলাইসিস রোগে ভুগছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বুধবার ১১ সেপ্টেম্বর দলটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম শফিক রেহমানকে দেখতে যান। ডা. রফিকুল বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে সাংবাদিক শফিক রেহমানের স্বাস্থ্যের খোঁজখবর নিতে পাঠিয়েছেন। তিনি তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

রাজনৈতিক বিশ্লেষক, লেখক ও সংবাদ সাপ্তাহিক থেকে দৈনিক ‘যায় যায় দিন’-এর সাবেক সম্পাদক শফিক রেহমান পল্টন থানায় পুলিশের একজন কর্মকর্তার করা মামলায় ২০১৬ সালের ১৬ এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে মুক্তি পেয়ে দেশ ছেড়ে চলে যেতে হয় তাকে। দীর্ঘ ছয় বছর পর গত ১৯ আগস্ট লন্ডন থেকে দেশে ফিরেন তিনি।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ