ঢাকা, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১, ৭ রবিউল আউয়াল ১৪৪৬

বানভাসিদের বাসস্থান দেবে সরকার: ধর্মবিষয়ক উপদেষ্টা

প্রকাশনার সময়: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৯

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দুর্যোগ-দুর্দিনে সরকারের পাশাপাশি আলেমসমাজও আপনাদের পাশে আছে। বন্যায় যারা খুবই ক্ষতিগ্রস্ত, যাদের ঘর পানিতে মিশে গেছে, যারা রাস্তার ওপর থাকেন, তাদের ঘর করে দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে লক্ষ্মীপুর জেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমটুয়া আল-আরাবিয়া দারুল উলুম মাদরাসা মাঠে বানভাসিদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আল-মানাহিল ফাউন্ডেশনের উদ্যোগে এর আয়োজন করে। এসময় উপদেষ্টা বলেন, দুর্যোগ-দুর্দিনে অন্তর্বর্তী সরকার মানুষের পাশে থাকবে। প্রশাসন-ছাত্রসমাজের পাশাপাশি দুর্গতদের সাথে আছেন আলেমরাও।

বন্যাকবলিত এলাকায় সরকারি-বেসরকারি উদ্যোগে খাবার-বস্ত্র বিতরণ করা হচ্ছে। এছাড়া বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ড. খালিদ হোসেন।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ