ঢাকা, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১, ৭ রবিউল আউয়াল ১৪৪৬

‘শেখ হাসিনা উসকানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছেন’

প্রকাশনার সময়: ১৬ আগস্ট ২০২৪, ১০:০৩

শেখ হাসিনা ভারতে অবস্থান করে উসকানি মূলক বক্তব্য দিয়ে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে নিহত হওয়া নারায়ণগঞ্জের সাবেক ছাত্রদল নেতা মো. আমানতের জানাজার নামাজে অংশগ্রহণ করে বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে জেলা সার্কিট হাউসে সাংবাদিকদের একথা জানান তিনি।

জানাজায় অংশগ্রহণ শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁঁইয়া সাংবাদিকদের বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতনের আন্দোলনে ঢাকায় যাওয়ার পথে নারায়ণগঞ্জের মো. আমানত যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। হাসপাতালের মর্গে তার লাশ পড়েছিল। তার স্বজনরা বৃহস্পতিবার তাকে শনাক্ত করে নারায়ণগঞ্জে নিয়ে আসেন। আমানতের মতো ছাত্র-জনতার বিনিময়ে আমরা স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের এই ঋণ আমরা কোনোদিন ভুলবো না।

তিনি আরও বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান নিয়ে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। বৃহস্পতিবার আজ দেশে উস্কানিমূলক পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। কিন্তু জনগণ তা রুখে দিয়েছে। এই পরাজিত শক্তি যদি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাহলে দেশের জনগণ তা রুখে দিবে বলে উল্লেখ করেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় সারজিস আলম জানান, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় আমেরিকায় বসে বাংলাদেশের নির্বাচন করার জন্য ভারতকে চাপ দিতে বলেছেন। তিনি হয়তো ভুলে গেছেন বাংলাদেশ একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র। এ দেশের নির্বাচন কবে কখন হবে সেটি এ দেশের মানুষই ঠিক করবে।

উল্লেখ্য, নিহত মো. আমানত সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার বাসিন্দা। সে ১৯৯৯ সালে এসএসসি পাস করার পর নারায়ণগঞ্জ কলেজে পড়াশোনা করেন। বিগত বিএনপি সরকারের আমলে আমানত নারায়ণগঞ্জ কলেজের ছাত্রদলের এজিএস নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। শেখ হাসিনার সরকারের পতনের আন্দোলনে শুরুতেই অগ্রণী ভূমিকা রেখে ফেসবুকসহ রাজপথে সক্রিয় ছিলেন।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ