ঢাকা, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১, ৭ রবিউল আউয়াল ১৪৪৬

আজ শপথ নেবেন অন্তর্বর্তী সরকারে আরও ৪ উপদেষ্টা

প্রকাশনার সময়: ১৬ আগস্ট ২০২৪, ০৯:০৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের পরিসর আরও বাড়ছে। নতুন করে আরও চারজন উপদেষ্টা আজ শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে শপথ নেবেন। বৃহস্পতিবার বঙ্গভবনে থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়াবেন।

নতুন উপদেষ্টারা হলেন– অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।

শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং মিশন প্রধান, সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক নেতা, সরকারের সচিবসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

শপথ নেয়ার পরদিনই দায়িত্ব দিয়ে তাদের দফতর বণ্টন করা হয়। ১৭ সদস্যের এই অন্তর্বর্তী সরকারের তিনজন ঢাকার বাইরে থাকায় ৮ আগস্ট শপথ নিতে পারেননি। তারা হলেন– সুপ্রদীপ চাকমা, অধ্যাপক বিধান রঞ্জন রায় ও মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীরপ্রতীক। পরে এই তিন উপদেষ্টা শপথ নেন। তাদেরকেও দায়িত্ব দিয়ে দফতর বণ্টন করা হয়েছে।

ইতোমধ্যে গত ১২ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস তার বিশেষ সহকারী হিসেবে উপদেষ্টার পদমর্যাদায় আলী ইমাম মজুমদারকে নিয়োগ দেন। এবার তিনি উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন।

এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া রয়েছেন ১৬ জন উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিনজন উপদেষ্টা ওইদিন শপথ নিতে পারেননি। তারা পরে শপথ নেন।

অন্য ১৬ জন উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টনের পর প্রধান উপদেষ্টা ড. ইউনূসের অধীনে এখন ২৪টি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে। নতুন করে পাঁচজন শপথ নিলে অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টা হবেন ২২ জন।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ