ঢাকা, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১, ৭ রবিউল আউয়াল ১৪৪৬

‘ব্যক্তিগত লাভের আশায় আবদার, তদবির করা থেকে বিরত থাকুন’

প্রকাশনার সময়: ০৯ আগস্ট ২০২৪, ১০:৩৮

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর কড়া বার্তা দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ফেসবুকে তিনি একটি স্ট্যাটাস দেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে কড়া বার্তা দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ব্যক্তিগত লাভের আশায় আবদার, তদবির করা থেকে বিরত থাকুন। এতে করে আমার সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। দেশগঠনে পরামর্শ থাকলে জানাবেন।’

এর আগে, আরেক পোস্টে আসিফ মাহমুদ লেখেন– শহীদের রক্তের বিনিময়ে যে দায়িত্ব পেয়েছি, তা পালনে সততা ও নিষ্ঠার সঙ্গে সর্বোচ্চ সচেষ্ট থাকব। ছাত্র-নাগরিক অভ্যুত্থানের প্রতিজ্ঞা বাস্তবায়নই অন্তর্বর্তী সরকারে অংশগ্রহণের মূল উদ্দেশ্য।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ২৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আরও ১৬ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তাদের মধ্যে দুজন ভিন্নভাবে ইতিহাস গড়েছেন। তারা হলেন– বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ