ঢাকা, রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১, ১১ রবিউল আউয়াল ১৪৪৬
অন্তর্বর্তীকালীন সরকার

উপদেষ্টাদের তালিকা করেনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

প্রকাশনার সময়: ০৬ আগস্ট ২০২৪, ১৬:২৯ | আপডেট: ০৬ আগস্ট ২০২৪, ১৯:৫০

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১০ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকারের একটি তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলছে, তারা এখন পর্যন্ত এ ধরনের কোনো তালিকা প্রকাশ করেনি।

মঙ্গলবার (৬ আগস্ট) কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানিয়েছেন- এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকবে, এমন কোনো তালিকা প্রকাশ করেননি তারা। এ বিষয়ে বিভ্রান্ত না হতে অনুরোধ করেছেন।

কেবল একটি নয়, আরও কয়েকটি তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব তালিকায় বলা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান হতে পারেন ড. মুহাম্মদ ইউনূস কিংবা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। এই সরকারে থাকতে পারেন ড. সলিমুল্লাহ খান, ড. আসিফ নজরুল, বিচারপতি (অব.) মো. আব্দুল ওয়াহাব মিঞা, জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া, মেজর জেনারেল (অব.) সৈয়দ ইফতেখার উদ্দিন, ড. দেবপ্রিয় ভট্টাচার্য, মতিউর রহমান চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, ড. হোসেন জিল্লুর রহমান ও বিচারপতি (অব.) এম এ মতিন।

এছাড়া ছড়িয়ে পড়া অন্যান্য তালিকায় বলা হচ্ছে, উপদেষ্টা হতে পারেন বিজিবির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী, বুয়েটের সাবেক অধ্যাপক ইকরামুল হক, সাবেক পরিবেশ সচিব ড. মাহফুজুল হক, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিস ট্রাস্টের সাবেক পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন ও সাবেক আইজিপি নুরুল হুদা।

আলোচনায় রয়েছেন আরও বেশ কয়েকটি নাম, তারা হলেন নিউএইজ এর সম্পাদক নুরুল কবির, সাবেক সচিব ফজলুল কবির খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) গোলাম হেলাল মোরশেদ খান, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, আইনজীবী শাহদীন মালিক, অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর প্রমুখ।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ