ঢাকা, বুধবার, ৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬

নওগাঁর রাণীনগরে ‘বরেন্দ্র এক্সপ্রেসের’ ২ বগি লাইনচ্যুত

প্রকাশনার সময়: ০৪ জুন ২০২৪, ১৩:১৩ | আপডেট: ০৪ জুন ২০২৪, ১৩:২১

নওগাঁর রাণীনগরে ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার খবর জানা গেছে। এতে নীলফামারী ও দিনাজপুরের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার (৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলা শাহগোলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন সান্তাহারে রেলওয়ে স্টেশন মাস্টার হাফিজুর রহমান।

তিনি জানান, দিনাজপুর থেকে সকালে ৯টায় ছেড়ে আসে ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনেটি। বেলা ১১টার দিকে রাণীনগর শাহগোলা এলাকায় পৌঁছালে বিকট শব্দে ওই ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে নীলফামারী ও দিনাজপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দিয়েছে। রাণীনগরে বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের বগি মেরামত শেষে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান ওই স্টেশন মাস্টার।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ