ঢাকা, শনিবার, ১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলকদ ১৪৪৫

ছাত্রদল নেতা জামিল হোসেন অর্ণব হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রকাশনার সময়: ১৬ মার্চ ২০২৪, ২১:২৮ | আপডেট: ১৬ মার্চ ২০২৪, ২১:৩২

কুমিল্লা দক্ষিণ জেলার ছাত্রদল নেতা জামিল হাসান অর্ণবকে সন্ত্রাসী বাহিনী গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

শনিবার (১৬ মার্চ) বিকেলে নয়াপল্টনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘পবিত্র রমজান মাসেও থেমে নেই খুনী, সন্ত্রাসী, নিপীড়ক ও ধর্ষকদের অভয়ারণ্য সংগঠন ছাত্রলীগের উন্মত্ততা ও নৃশংসতা।’

রাকিব বলেন, ‘ইতোপূর্বেও ছাত্রলীগের এধরণের সশস্ত্র সংঘাতের বলি হতে হয়েছে গর্ভের শিশুকে, নিরপরাধ পথচারিকে, সাধারণ শিক্ষার্থীদের। কিন্তু কোন কিছুতেই এই সন্ত্রাসীদের উন্মত্ততাকে নিয়ন্ত্রণ করতে পারছেনা দলকানা প্রশাসন। ফলে দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই পবিত্র রমজান মাসে তারা সাধারণ শিক্ষার্থীদের রমজানের ফজিলত বিষয়ক আলোচনা, গণইফতারে হামলার মতো ধৃষ্টতা প্রদর্শন করে চলেছে।’

গত শুক্রবার (১৫ মার্চ) কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই সন্ত্রাসী বাহিনীর মাঝে সশস্ত্র সংঘর্ষ হয়। এসময় জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে নিজ বাড়ির দিকে যাওয়ার পথে ঘটনাস্থল অতিক্রমকালে কুমিল্লা দক্ষিণ জেলার ছাত্রদল নেতা জামিল হাসান অর্ণবকে গুলি করে সন্ত্রাসী বাহিনী। মুমূর্ষ অবস্থায় অর্ণবকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে খুনীদের গ্রেপ্তারসহ যথাযথ বিচার নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, ‘অন্যথায় উদ্ভূত যেকোন পরিস্থিতির দায়ভার প্রশাসনকেই বহন করতে হবে।’

বিক্ষোভ মিছিলটি নয়াপল্টন বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াইহিয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (সহ-সভাপতি পদমর্যাদা) এবং প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ (যুগ্ম-সাধারণ পদমর্যাদা)। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সাবেক কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ